Short Courses
১. ফাইন আর্টস (চারুকলা)
কেন এই কোর্স করবেন ?
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সিলেবাস অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষাবোর্ডে ষষ্ঠ, সপ্তম, অষ্ঠম ও নবম-দশম শ্রেণীতে চারুকলা বিষয়কে পাঠ্যক্রমের অর্ন্তভুক্ত আছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক নিয়োগ সম্পন্ন করার উদ্দেশ্যে উক্ত কোর্সগুলো অনুমোদন দিয়েছে। কোর্স সংশ্লিষ্ট শিক্ষক না থাকায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কারিগরি শিক্ষা বোর্ড উত্তরবঙ্গে এই প্রথম ৩ টি কলেজ অনুমোদন দিয়েছে।
ভর্তির যোগ্যতাঃ
- এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক পর্যায়ের) ও মাদ্রাসায় দাখিল পর্যায়ের শিক্ষকতার যোগ্যতা সম্পন্ন প্রাথীরা আবেদন করতে পারবেন।
- সরকারি-বেসরকারি মাদ্রাসা, মাধ্যমিক পর্যায়ের স্কুলে চাকরির বয়স সীমা আছে এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- শিক্ষক হতে ইচ্ছুক যে সমস্ত প্রার্থী অনার্স-ডিগ্রী চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহন করেছে তারাও আবেদন করতে পারবেন।
২. সার্টিফিকেট ইন প্যারামেডিকেল টেকনোলজী (১ বছর মেয়াদী)
প্যারামেডিকেল কি ?
Relating to services and professions which supplement and support medical work but do not require a fully qualified doctor. সহজভাবে বললে স্বাস্থ্য পরিষেবা প্রদানে সহায়ক কর্মী।
প্যারামেডিক্স কারা?
প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী, যারা জরুরী ভিত্তিতে স্বাস্থ্য পরিসেবা প্রদান করে।
ভর্তির যোগ্যতাঃ
যে কোন সালে যে কোন বিভাগ থেকে এসএসসি পাশ হলেই ভর্তি হতে পারবে ।
ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টঃ
- এসএসসি পরীক্ষার অরিজিনাল মার্কশিট
- প্রশংসা পত্রের ফটোকপি
- চার কপি পাসপোর্ট সাইজের ছবি
৩. ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (১ বছর মেয়াদী)
কেন এই কোর্স করবেনঃ
বাংলাদেশে গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতার কারণে প্রতি ঘন্টায় ৩ জন এবং প্রতি লাখে ১৭০ জন গর্ভবতি মায়ের মৃত্যু হয়। এছাড়া প্রায় ৪ লক্ষ জন মা ভেসিকো ভেজাইনাল ফিস্টুলা, প্রায় ১৬ হাজার জন মা রেক্টো ভেজাইনাল ফিস্টুলা এবং ১২২৪৭১৯ জন মা ইউনারী ইনকন্টিনেন্সে ভুগছেন।
এসব রোগীদের মূত্রনালী ও পায়ুপথের সমস্যার কারণে শরীর থেকে অনবরত মল ও প্রস্রাব ঝরে। তাই প্রসবজনিত মাতৃ মৃত্যু ও জটিল সমস্যা সৃষ্টির কারণ অনেকটা সঠিক সময়ে Ultrasonogram না করার। যদি সঠিক সময়ে Ultrasonogram করে জরায়ুতে শিশুর অবস্থান জেনে চিকিৎসা প্রদান করা হয় তাহলে উপরোক্ত মাতৃ মৃত্যুহার ও জটিলতা নিরসন করা সম্ভব। গ্রামে যেহেতু Sonologist পাওয়া যায় না তাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড MBBS দের পাশাপাশি সার্টিফিকেট কোর্সে Medical Assistant দের আল্ট্রাসাউন্ড কোর্স করার অনুমতি প্রদান করেছেন।
ভর্তির যোগ্যতাঃ
বিএসসি ইন ফিজিওথেরাপি, নার্সিং সায়েন্স, রেডিওলজি, বি.এইচ.এম.এস, বি.এ.এম.এস এবং ম্যাটস উত্তীর্ণরা ভর্তি হতে পারবে।
বিশেষ সুবিধাঃ
চাকরিজীবীদের জন্য ছুটির দিনসহ শুক্রবার ও শনিবার থিউরি ক্লাস ও প্রাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা ।
৪. ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড (৬ মাস মেয়াদী)
ভর্তির যোগ্যতাঃ
বিএসসি ইন ফিজিওথেরাপি, নার্সিং সায়েন্স, রেডিওলজি, বি.এইচ.এম.এস, বি.এ.এম.এস এবং ম্যাটস উত্তীর্ণরা ভর্তি হতে পারবে।
ভর্তি হতে যা-যা লাগবেঃ
- পাসপোর্ট সাইজের ৪ কপি ও ষ্টাম্প সাইজের ২ কপি ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
৫. সার্টিফিকেট ইন ফিজিওথেরাপী (১ বছর মেয়াদী)
ফিজিওথেরাপী কি?
physiotherapy is the treatment of disease, injury, or deformity by physical methods such as massage, heat treatment, and exercise rather than by drugs or surgery.
অর্থাৎ মাদক, অস্ত্রোপচার ও অস্ত্রোপচারের পরিবর্তে ম্যাসেজ, তাপ চিকিত্সা, এবং ব্যায়ামের মতো শারীরিক পদ্ধতিতে রোগ, আঘাত বা বিকৃতির চিকিত্সা।
ফিজিওথেরাপী কারা?
ফিজিওথেরাপিরা আঘাত, অসুস্থতা বা অক্ষমতা, চলাচল এবং ব্যায়াম, ম্যানুয়াল থেরাপি, শিক্ষা ও পরামর্শের মাধ্যমে প্রভাবিত ব্যক্তিদের সাহায্য করে।
ভর্তির যোগ্যতাঃ
যেকোন সালে এসএসসি উত্তীর্ণ হতে হবে।
ভর্তির সময় প্রয়োজনীয় যা ডকুমেন্ট লাগবেঃ
- পাসপোর্ট সাইজের ৪ কপি ও ষ্টাম্প সাইজের ২ কপি ছবি
- মূল মার্কশীট (এস.এস.সি)
- প্রশংসাপত্র ফটো কপি (এস.এস.সি)