১. কলেজ কর্তৃক প্রদানকৃত রুটিন-এ উল্লেখকৃত সময়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
২. প্রত্যেক ছাত্র/ছাত্রীদের কলেজের নির্ধারিত পোশাক পরিধান করে ক্লাসে আসতে হবে।
৩. ছাত্র/ছাত্রীদের অবশ্যই প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকলকে সম্মান এবং তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে।
৪. ল্যাব চলাকালীন সময় যে গ্রুপের শিক্ষার্থীরা যন্ত্রপাতি নষ্ট করবে সে গ্রুপের ছাত্র/ছাত্রীকে ক্ষতিপূরন দিতে হবে। ক্লাস শুরুর ৫ মিনিট পূর্বে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং মোবাইল বন্ধ রাখা বাধ্যতামূলক।
৫. ব্ল্যাক বোর্ড, চেয়ার টেবিল ও দেয়ালে কিছু লেখা এবং কোন রকম ছবি আঁকা যাবে না। ক্লাস রুমের ভিতর ও বাইরের দেওয়াল লেখা অপরিষ্কার করা যাবে না।
৬. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে তথা ডাস্টবিনে ফেলতে হবে।
৭. ধূমপান সম্পূর্নভাবে নিষিদ্ধ।
৮. রাজনৈতিক কার্যবলী সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।
৯. শিক্ষার্থীদের কর্তৃক কোন ধরনের অনৈতিক কার্যাবলী প্রমাণিত হলে কলেজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
১০. সিড়িতে দাড়িয়ে গল্প ও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
১১. সেমিষ্টর ফি প্রতি সেমিষ্টারের শুরুতে ও মাসিক বেতন সহ অন্যান্য ফি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।
১২. ক্যাম্পাসের পানির ফিল্টার এবং ছেলে ও মেয়েদের স্ব স্ব ওয়াশরুম যথাযথভাবে ব্যবহার করতে হবে।
১৩. ক্লাস চলাকালীন সময় অপ্রয়োজনীয় কাজ করা, গল্প করা, অমনোযোগী হওয়া নিষিদ্ধ এবং ল্যাবের ক্লাশ চলাকালীন সময়ে কোন যন্ত্রপাতি নষ্ট করা যাবে না।
১৪. ক্লাশে উপস্থিতির হার ৬০% এর নিচে থাকলে মাসিক জরিমানা হবে এবং মধ্যপর্ব ও নির্বাচনী পরীক্ষায় যারা অংশগ্রহন করবে না তাদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না।
১৫. শিক্ষার্থীর অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে মধ্যপর্ব এবং নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহন করতে হবে।
বিঃদ্রঃ শিক্ষার্থীদের অবশ্যই প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।