ঠাকুরগাঁও ক্যাম্পাস
কোর্সসমূহ | মেয়াদ | যোগ্যতা |
MATS | 4 Year | S.S.C |
ল্যাবরেটরি (প্যাথলজি) | 4 Year | S.S.C |
নার্সিং | 4 Year | S.S.C |
নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি | 3 Year | H.S.C |
৪ বছর মেয়াদী মেডিকেল এ্যাসিষ্ট্যান্ট (ম্যাটস)
MATS কোর্স সম্পন্নকারীকে DMF সার্টিফিকেট প্রদান করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ । এই ডিগ্রি প্রাপ্তদের কে বলা হয় সহকারী ডাক্তার । DMF ডিগ্রি প্রাপ্ত ডাক্তারদের কর্মক্ষেত্রের পরিধি বিশাল । সরকারের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন স্বাস্থ্য-উপকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, স্কুল হেলথ ক্লিনিক, বিভিন্ন আধাসরকারি/কর্পোরেশন যেমনঃ তিতাস গ্যাস, বি আই ডব্লিউ টি এ, বিজি প্রেস, বাংলাদেশ বিমান ইত্যাদি প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যেমনঃ ব্রাক, আশা, গণসাস্থ্য, কেয়ার, গণ সাহায্য সংস্থ্যা, আইসিডিডিয়ারবি, সেভ দ্যা চিলড্রেন প্রভৃতি প্রতিষ্ঠানে তারা নিয়োগ প্রাপ্ত হয় এবং কাজ করার সুযোগ পায় ।
৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ল্যাবরেটরী মেডিসিন (প্যাথলজী)
উচ্চ শিক্ষার সুযোগঃ B.sc in Health Technology (Pathology) উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে ।
চাকরির ক্ষেত্রসমূহঃ ১. সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ, হসপিটাল, ডায়াগনস্টিক, ক্লিনিক সমূহে টেকনোলজিস্ট হিসেবে চাকরির সুযোগ ।
২. সরকারি/বেসরকারি হেলথ টেকনোলজি ইন্সটিটিউটে ল্যাব ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ ।
৩. বিদেশে চাকরির সুযোগ ও অয়াত্মকর্মংস্থানের সুযোগ ।
৪. ডিপ্লোমা শেষ করেই চিফ টেকনোলজিস্ট, ডিপার্ট্মেন্টাল সুপারভাইজার, ল্যাব ইনচার্জ এবং ল্যাব সায়েন্টিস্ট অফিসার পর্যন্ত হতে পারবে ।
৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং
বিগত কয়েক দশকে চিকিৎসা বিজ্ঞানের সম্প্রসারণের সাথে নার্সিং পেশাটির বিপুল সম্প্রসারণ ঘটেছে । বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একজন ডাক্তারের সাথে সহকারী হিসেবে নার্সকে সার্বক্ষণিক থাকতে হয় । নার্সিং চার বছর মেয়াদী একটি কোর্স । এই পেশায় যারা জড়িত তাদের ২য় শ্রেণীর কর্মকর্তা বলে গণ্য করা হয় । বাংলাদেশের মত বহির্বিশ্বেও এই পেশার চাহিদা দিন দিন বেড়েই চলেছে । নার্সিং কোর্সে ডিপ্লোমা প্রাপ্তির পর খুব অল্প সময়ের মধ্যেই তারা সরকারি, আধাসরকারি ও বেসরকারি যে কোন প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ পাবে ।
চাকরির ক্ষেত্রসমূহঃ
- সরকারি/বেসরকারি মেডিকেল কলেজ সমূহে নার্স হিসেবে নিয়োগ ।
- সরকারি/বেসরকারি হাসপাতেলে নার্স হিসেবে নিয়োগ ।
- ক্লিনিক ডায়াগনিস্টিক সেন্টারে নার্স হিসেবে নিয়োগ ।
- বিদেশে চাকরির সুযোগ ও আত্মকর্মসংস্থানের সুযোগ ।
৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী
উদ্দেশ্যঃ কোর্সের উদ্দেশ্য হলো একজন দক্ষ নার্স তৈরী করা, যে স্বাস্থ্য বিষয়ক একজন প্রথম পর্যায়ের পরামর্শদাতা হিসেবে কাজ করবে । বিশেষ করে গ্রামের দিকের হাসপাতাল ও স্বাস্থ্য বিষয়ক সেবা কার্যে ভূমিকা পালন করবেন ।
উচ্চ শিক্ষাঃ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করার পর B.sc, M.sc ও MPH কোর্স করা যায় ।
কর্মসংস্থানঃ এওই কোর্স সম্পন্ন করার পর শত ভাগ চাকুরির নিশ্চয়তা রয়েছে । সফল্ভাবে প্রশিক্ষ্ণ শেষ করার পর সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যকেন্দ্র ও এনজিওতে ২য় শ্রেণির স্টাফ নার্স পদে চাকরির সুযোগ রয়েছে ।
ভর্তি/তথ্য
হোল্ডিং নং-৩৯৯, সিরাজউদ্দৌলা রোড, হলপাড়া, ঠাকুরগাঁও
ফোনঃ ০১৭৭৫০২১৯০৬, ০১৯৩৬০০৫৮১৫, ০১৭৮৫৬৭৪৪০৪
—————————–
ক্যাম্পাস পরিদর্শন পূর্বক ভর্তির সিদ্ধান্ত নিন ।