
ইন্টার্নশিপ কী?
ইন্টার্নশিপ কথাটার সাথে কম বেশী সকল ছাত্র-ছাত্রীই পরিচিত। কিন্তু ইন্টার্নশিপ এর বিস্তারিত কাজের ধরন, ব্যাখ্যা, সুবিধা, অসুবিধা এসব বিষয়গুলো সম্পর্কে অনেকেরই পরিষ্কার ধারণা থাকেনা। ইন্টার্নশিপ হচ্ছে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে নিজের দক্ষতাকে শান দেয়া।
ধরুন আপনি একজন ম্যাটস্ বা নার্সিং এ’র ফাইনাল বর্ষের ছাত্র/ছাত্রী। আপনার পড়াশোনা শেষে নিশ্চয়ই আপনার স্টাডির সাথে রিলেটেড কোন জব এ ঢুকবেন ? সেজন্য আপনার কাজের সাথে সংশ্লিষ্ট যে হাসপাতাল, ডায়াগনস্টিক/কনসালটেশন সেন্টার আছে তারা আপনাদের মতো বিভিন্ন ফ্রেশারদের বা নতুনদের কাজের এক্সপেরিয়েন্স অর্জন করার জন্য তাদের হাসপাতাল, ডায়াগনস্টিক/কনসালটেশন সেন্টারে কাজ শেখার সুযোগ সৃষ্টি করে দেয়। সরকারী বা বেসরকারী হাসপাতালগুলো ইন্টার্নশিপ করার ব্যাবস্থা করে থাকে। ফলে পড়াশোনার সাথে আপনার কাজের সেতুবন্ধন তৈরি করতে ইন্টার্নশিপ ব্যাপারটি কাজ করে।