“আনোয়ারা এডুকেশনাল ইন্সটিটিউশনস” এর ওয়েবসাইটে স্বাগতম। আনোয়ারা এডুকেশনাল ইন্সটিটিউশনস কারিগরি শিক্ষাবোর্ড ও স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, নার্সিং ও ফার্মেসি কাউন্সিল অধিভূক্ত, সাইক গ্রুপ পরিচালিত “আনোয়ারা মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল” ও “আনোয়ারা পলিকেটনিক ইনস্টিটিউট” দিনাজপুর শিক্ষা নগরীর সর্ব বৃহৎ প্রাইভেট মেডিকেল ও অন্যতম পলিটেকনিক ইনস্টিটিউট।
এটা ২০০৮-০৯ সালে প্রতিষ্ঠিত হয়। ইনস্টিটিউটি এখন ৬ টি প্রযুক্তি কোর্স এবং ৫ টি মেডিকেল কোর্স প্রদান করে। আশা করছি ওয়েবসাইটটি “আনোয়ারা এডুকেশনাল ইন্সটিটিউশনস” কে রিপ্রেজেন্ট করবে এবং ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজনীয় তথ্যাদি সহজেই ওয়েবসাইটের মাধ্যমে পাবে, ধন্যবাদ ।
মোঃ মুশফিকুর রহমান
__________ডিরেক্টর__________
আনোয়ারা এডুকেশনাল ইনস্টিটিউশনস