বাংলাদেশে বর্তমানে মাত্র ৪টি সরকারী হেল্থ টেকনোলজী প্রতিষ্ঠান রয়েছে। তন্মধ্যে একটি ঢাকায় এবং অন্য দুটি রাজশাহী ও বগুড়ায় অবস্থিত। এই তিনটি প্রতিষ্ঠানে মাত্র ১৫৫ জন ছাত্র/ছাত্রী ভর্তি হবার সুযোগ পায়। পক্ষান্তরে বাংলাদেশে ১টি সরকারী ডেন্টাল কলেজ এবং দুটি ডেন্টাল ইউনিটে (রাজশাহী ও চট্রগ্রাম মেডিকেল কলেজের সাথে) ২০০ জন ছাত্র/ছাত্রী ডাক্তার হবার সুযোগ পায়। সেক্ষেত্রে ডাক্তারদের তুলনায় সরকারী IHT সমূহে অনেক কম সংখ্যক ডেন্টাল টেকনোলজিষ্ট হবার সুযোগ পায়। যদিও ডাক্তারদের তুলনায় ডেন্টাল টেকনোলজিষ্টদের প্রয়োজনীয়তা দ্বিগুনেরও বেশী। এই অল্প সংখ্যক ডেন্টাল টেকনোলজিষ্ট মূলত বাংলাদেশের চাহিদার তুলনায় খুবই নগন্য যা চাহিদা ও সরবরাহের ব্যাপক ব্যবধান তৈরী করেছে। যার ফলশ্রুতিতে সরকারী ও বেসরকারী খাতে ডেন্টাল টেকনোলজিষ্টদের যথেষ্ট পদ শূণ্য রয়েছে।
Course | Duration | Seat |
---|---|---|
Diploma in Dental Technology | 4 Years | 40 |
ডেন্টাল টেকনোলজী পড়তে যে সমস্ত ল্যাব প্রয়োজন–
- Anatomy Lab
- Community Medicine Lab
- Computer Lab
- Orthodontic Lab
- Chemistry Lab
- Physiology Lab
- Microbiology Lab
- Prosthetic Lab
- Physical Lab
Job Opportunity
সফলভাবে কোর্স সম্পন্নকারীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক ক্ষেত্র বিদ্যমান-
ক) বিভিন্ন সরকারী ও বেসরকারী ডেন্টাল কলেজ ও ্লাতকোত্তর চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারী হেল্থ টেকনোলজি প্রতিষ্ঠানে নিয়োগ।
খ) সরকারী ও বেসরকারী ডেন্টাল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে নিয়োগ।
গ) বেসরকারী ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জনদের সহকারী হিসাবে নিয়োগ।
ঘ) বিদেশে চাকুরীর সুযোগ।
ঙ) আত্মকর্মসংস্থানের সুযোগ। উল্লেখ্য সরকারী প্রতিষ্ঠানে ডেন্টাল টেকনোলজিষ্টদের বর্তমান স্কেলঃ টাকা ৪,১০০/- সর্বসাকুল্যে টাকা ৮,৮২০/-
উচ্চশিক্ষা
৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজী কোর্স সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্র প্রতিষ্ঠানের বি এস সি ইন হেল্থ টেকনোলজি ডেন্টাল (৪ বছর মেয়াদী কোর্স) সম্পন্ন করার সুযোগ রয়েছে। এছাড়াও দেশের বাইরে উচ্চতর ডিগ্রী গ্রহণ করার সুযোগ রয়েছে।