আনোয়ারা ম্যাটস্ সাইক গ্রুপেরমাধ্যমে সরাসরি পরিচালিত হয়, যা পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু হাসনাত মোঃ ইয়াহিয়া এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াসমিন। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত এবং রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অধিভুক্ত এই প্রতিষ্ঠানটি ২০১০ সাল হতে তার কার্যক্রম শুরু করে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে।
বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ নির্ধারিত নিয়ম অনুযায়ী সেমিষ্টার পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা মূল্যায়ন ও শিক্ষাক্রম পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্র-ছাত্রীদেরকে হাতে কলমে বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। এটি দিনাজপুরসহ উত্তরবঙ্গের দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করে গড়ে তোলার কাজে অগ্রনী ভূমিকা রাখছে। যার ফলে এই সকল ছাত্র-ছাত্রী দেশের উন্নয়নে অংশগ্রহণ করে দেশকে সমৃদ্ধ করার পাশাপাশি বিদেশেও শ্রম শক্তি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে।
প্রতিষ্ঠানটি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। অত্র প্রতিষ্ঠানে রয়েছে ২০০০ বর্গফুটের ২টি সুবিশাল অত্যাধুনিক ক্যাম্পাস, প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী, ৩০জন ফুল টাইম শিক্ষক-শিক্ষিকা এবং ৪০জন কর্মকর্তা ও কর্মচারি। দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সকল পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীণ হয়ে আসছে।