Anowara MATS
best Medical institute in Dinajpur
আর্ন্তজাতিক মান সম্পন্ন একটি আধুনিক মেডিকেল ইনস্টিটিউট
“তৈরি করবো স্বাস্থ্যকর্মী দক্ষ, সেবাই আমাদের মূল লক্ষ্য”
আনোয়ারা ম্যাটস-এ আপনাকে স্বাগতম
আনোয়ারা MATS, সাইক গ্রুপের একটি নিজস্ব প্রতিষ্ঠান যা মানসম্পন্ন মেডিকেল এ্যাসিস্ট্যান্ট শিক্ষা প্রদানের জন্য উত্তরবঙ্গের সুপরিচিত। 2010 সালে শুরু হওয়া মেডিকেল এ্যাসিস্ট্যান্ট কলেজটি অত্যন্ত দক্ত প্রশাসনিক লোকবল দ্বারা পরিচালিত হয়। এই কলেজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত।
আমি অত্যন্ত গর্বের সহিত বলতে পারি যে, কলেজের শুরু থেকেই, এটি একটি যথেষ্ঠ সুনাম ও খ্যাতি অর্জন করেছে এবং মেডিকেল এ্যাসিস্ট্যান্ট শিক্ষার উচ্চ মান বজায় রাখার জন্য মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরার মান অর্জন করতে পেরেছে।
আমরা কলেজে আমাদের মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ছাত্রদের মধ্যে দৃঢ় নৈতিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের ডেডিকেটেড নার্স হিসেবে গড়ে তোলার জন্য অত্যন্ত অপরিহার্য। আমরা শুধুমাত্র একাডেমিকদের উপর ফোকাস করেই নয় বরং সাংস্কৃতিক কার্যক্রম এবং খেলাধুলা সহ অনেক সহপাঠ্যক্রমিক ক্রিয়াকলাপে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের সার্বিক বিকাশের জন্য কাজ করি।
কলেজটি বিভিন্ন সম্মেলন, সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণকে উৎসাহিত করে তার অনুষদের বিকাশকেও প্রচার করে। এছাড়াও কলেজটি আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য দিবসের থিম এবং বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন কর্মশালা, সেমিনার আয়োজন করে মেডিকেল পেশার উন্নয়নে অবদান অগ্রণী ভূমিকা রাখছে।
MATS -এ কেন পরবেন?
বর্তমানে সরকারি পর্যায়ে মাত্র ৮টি ম্যাটস প্রতিষ্ঠান আছে।
এত অল্প প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল
সহকারী ডাক্তার তৈরি করা সম্ভব নয়, বিবেচনা করেই
বেসরকারি প্রতিষ্ঠানে এই কোর্স চালু করেছে সরকার। এই
কোর্স সম্পন্নকারীদের সরকার Diploma of Medical
Faculty ডিগ্রি দিয়ে থাকেন। চাকরি না করলেও একজন
DMF (Diploma of Medical Faculty) ডাক্তার প্রাইভেট প্র্যাকটিশনার হিসেবে যে কোন স্থানে প্র্যাকটিস করে উপার্জন করতে পারবেন। অর্থাৎ এই কোর্স করলে চাকরির সাথে সাথে আত্মকর্মসংস্থানের সুযোগ আছে। এই সেক্টরে
পড়াশোনা করলে তরুণ প্রজন্ম নিঃসন্দেহে পাবে ভবিষ্যৎ
কর্মময় জীবনের দিক নিদের্শনা
আমাদের লক্ষ্য আমাদের শিক্ষার্থীদের আরও স্বপ্ন দেখতে, আরও শিখতে, আরও কিছু করতে এবং তাদের নিজ নিজ জীবনের যাত্রায় আরো উন্নত হয়ে উঠতে অনুপ্রাণিত করা।
অধ্যক্ষ — আনোয়ার ম্যাটস
একজন কমিউনিটি প্যারামেডিক কী ধরনের কাজ করেন ?
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা সাধারণত ঠান্ডা,জ্বর, ডায়রিয়ার মত সাধারণ অসুখের জন্য ঔষধ দিয়ে থাকেন রাগীর অবস্থা বেগতিক বুঝলে তাকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে পাঠাবার ব্যবস্থা
করে ।অনেক কমিউনিটি ক্লিনিকে নবজাতকের স্বাভাবিক প্রসবের ব্যবস্থা করা হচ্ছে এবং মহিলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের এর উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
টিকা দান, পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, মা ও শিশুর
স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়ে থাকে কমিউনিটি
প্যারামেডিক কর্মীরা। কমিউনিটি প্যারামেডিক ও স্বাস্থ্য সহকারী ঔষধ দেওয়ার পাশাপাশি কাটা-ছেঁড়া কিংবা কোথাও ভেঙ্গে গেলে প্রাথমিক
চিকিৎসার ব্যবস্থা নেন।
0
+
Students
0
+
Alumni
0
+
Teachers